বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটি (বিএসপিএস) মনোবিজ্ঞানের উৎকর্ষ সাধনের লক্ষ্য নিয়ে ২০১৭ সাল থেকে কাজ করে চলেছে। বিএসপিএস-এর ভিশন স্টেটমেন্ট হলো “School Psychology for Quality Citizen” এবং এই লক্ষ্য নিয়েই দক্ষতা উন্নয়ন, সচেতনতামূলক কার্যক্রম পরিচালন, মানসিক ও মনো-সামাজিক সহায়তা প্রদান ও মান আরও উন্নতকরণ, মনোবিজ্ঞান ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে ফেইসবুক লাইভ পরিচালনসহ বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করে চলেছে।
চলমান কার্যক্রমের অংশ হিসাবে প্রথমবারের মত মনোবিজ্ঞান বিষয়ে শিক্ষা দানকারী মহান শিক্ষকবৃন্দের জন্য বিএসপিএস চালু করেছে ‘BSPS Excellence Award”। প্রতি বছর জুন মাসে এই পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে এবং প্রতি বছরই এই পুরষ্কার ও সম্মাননা প্রদানের কলেবর বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।
প্রথমবার আয়োজিত এই পুরষ্কার প্রদান অনুষ্ঠান আগামী ৩০ জুন, বিকাল ৫টায় Zoom-এ আয়োজন করা হবে।
যারা এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী, তাঁরা ছবিতে দেয়া QR Code-টি স্ক্যান করে জয়েন করতে পারেন, অথবা এই লিংক থেকেও জয়েন করা যাবে:
https://bdren.zoom.us/j/66561952683…
Meeting ID: 665 6195 2683, Password: 661317
কারিগরি সহায়তার জন্য যোগাযোগ করুন:
ফাহিম ফেরদৌস চয়ন
অর্গানাইজিং সেক্রেটারি, বিএসপিএস
E-mail: fahimferdoushchayon@gmail.com
Contact No.: +88 01712 485569